আলমডাঙ্গা থানা পুলিশের মাদকমুক্তকরণ অভিযান : ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন মাদকের ডেরায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫জনকে আটক করেছে। গতপরশু রাতে ও গতকাল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করে নিয়ে আসে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মুরাদ আলী, একই গ্রামের মৃত ওম্বাদ আলীর ছেলে খাইরুল ইসলাম ও কলেজপাড়ার সানোয়ারের ছেলে মিলনকে ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ গত সোমবার রাতে আটক করে। এছাড়াও উপজেলার ফরিদপুর গ্রামের অভিযান চালিয়ে মৃত উম্মাদ আলীর ছেলে শহিদুল ইসলামকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। গতকাল বিকেলে উপজেলার ফরিদপুর গ্রামের মৃত শাহাদৎ আলীর ছেলে মঙ্গল আলী নাগদাহ ভোলারদাড়ি গ্রামের মানিসের নিকট থেকে গাঁজা ক্রয় করে আসার সময় পথে মধ্যে তাকে আটক করে। আলমডাঙ্গা থানার এসআই একরাম, এসআই সাখাওয়াত, এএসআই মোস্তাফা, এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গতকালই ৪জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গল আলীকে আদালতে প্রেরণ করা হতে পারে।