ঝিনাইদহ প্রতিনিধি: ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। চুয়াডাঙ্গার আলুকদিয়াস্থ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি ঝিনাইদহ জেলার আয়োজনে গতকাল সোমবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ৬ উপজেলার আনসার ভিডিপি’র কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপি’র খুলনা রেঞ্জ পরিচালক আকবর আলী পিএএম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, দেশ রক্ষায় জাতি গঠনে আনসার গ্রামপ্রতিরক্ষা বাহিনী ভালো ভূমিকা রেখে চলেছে। তিনি এ বাহিনীর ভুয়সী প্রশংসা করে বলেন, দেশের নানা ক্রান্তিলগ্নে তারা আন্তরিকভাবে দেশের সেবা করে চলেছেন। সমাবেশে বিভিন্ন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের কাজের প্রশংসা করেন আলোচকবৃন্দ। এদিকে আনসার ও ভিডিপির মাঠ পর্যায়ের কর্মকর্তারা আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান। তারা আশা করেন সরকার তাদের দিকে আরও নজর দিবে। আনসার ভিডিপির জেলা সমাবেশ সঞ্চালনা করেন জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ।