বিতর্কিত নেতাদেরকে মানুষ এবার প্রত্যাখ্যান করবে

জীবননগরে আ.লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে নজরুল মল্লিক

জীবননগর ব্যুরো: জীবননগরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। মতবিনিময়কালে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভানেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করতে হবে। সে জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দলে বিতর্কিতদের প্রত্যাখ্যান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের সীমিত সম্পদের ওপর ভর করে তিনি তার কৌশল আর সাহসিকতা দিয়ে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্টসহ ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তবে দুঃখজনক হলেও সত্য যে দেশের অলি-গলিতে উন্নয়নের ছোঁয়া লাগার কারণে দেশ আজ সমৃদ্ধি লাভ করেছে। কিন্তু চুয়াডাঙ্গা-২ আসন এলাকার রাস্তাঘাট তেমন উন্নয়ন চোখে পড়ে না। মানুষ বিতর্কিত এ সকল নেতাদেরকে প্রত্যাখ্যান করবে।
গতকাল রোববার সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ডে নজরুল মল্লিকের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, সাইদুর রহমান মাস্টার, আব্দুল খালেক মাস্টার, মিজানুর রহমান নেনু। যুবলীগ নেতা আকিমুল ইসলামের পরিচালনায় মতবিনিময়সভায় আওয়ামী লীগ নেতা মীল মখলেছুর রহমান টজো, মির্জা হাকিবুর রহমান লিটন, আমির হোসেন বুড়ো, উপজেলা যুবলীগ নেতা শামীম ফেরদৌস, সাজ্জাদ হোসেন বিশ্বাস, কাজী শামসুর রহমান চঞ্চল, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।