জিম্বাবুয়েকে হরিয়ে ফাইনালের আশা জাগালো শ্রীলঙ্কা

স্টাফ রিপোর্টার: জিম্বাবুইয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল রেসে টিকে থাকল শ্রীলঙ্কা। জিম্বাবুইয়েকে ৫ উইকেটে হারালো। থিসারা পেরেরার অলরাউন্ড নৈপুণ্যে এই জয় মিললো। হারলেই বিদায় ঘটে যেতো শ্রীলঙ্কার। সিরিজের ফাইনালে তখন বাংলাদেশের প্রতিপক্ষ থাকতো জিম্বাবুইয়ে। কিন্তু শ্রীলঙ্কা জিতে তা হতে দিলো না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে জিতেছিলো জিম্বাবুইয়ে। এবারও সেই ভাবনা থেকেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুইয়ে। কিন্তু এবার আর চিন্তা ও পরিকল্পনগুলো কাজে দেয়নি। পেরেরা ও ৩ উইকেট নেয়া নুয়ান প্রদীপের গতির সামনে টিকে থাকতে পারেননি জিম্বাবুইয়ে ব্যাটসম্যানরা। সঙ্গে স্পিনার সান্দাকানের ঘূর্ণির সামনে কুলিয়ে উঠতে না পেরে ৪৪ ওভারে ১৯৮ রান করতেই গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। উইকেট আঁকড়ে থেকে ৫৮ রানের ইনিংস খেলতে পারেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। জিম্বাবুইয়ে ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরিয়ানও টেইলরই। অন্যরা এদিন ব্যর্থ হওয়াতেই জিম্বাবুইয়ের ধস নামে। জিম্বাবুইয়ের ইনিংস শেষ হতেই ধরে নেয়া হয় শ্রীলঙ্কা জিততে চলেছে। শেষ পর্যন্ত তাই হয়। ব্যাট হাতে কুশল পেরেরার ৪৯, কুশল মেন্ডিসের ৩৬, অধিনায়ক দিনেশ চান্দিমালের অপরাজিত ৩৮ ও পেরেরার অপরাজিত ৩৯ রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৪৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে জিতে শ্রীলঙ্কা। সিরিজে টিকে থাকার সঙ্গে ফাইনালে ওঠার রেসেও টিকে থাকলো শ্রীলঙ্কা।