চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দারের আমন্ত্রণে নৈশ্যভোজে দু’জেলার জেলা প্রশাসক ও সুধীজনসহ প্রাক্তন খেলোয়াড়দের মিলনমেলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দারের আমন্ত্রণে নৈশ্যভোজে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জাকির হোসেন এবং সুধীজনসহ প্রাক্তন খেলোয়াড়দের মিলনমেলা বসেছিলো চুয়াডাঙ্গা কবরী রোডের মামুন জোয়ার্দ্দারের পৈত্রিক নিবাস আলোক কুঠিরে। গতকাল রোববার সন্ধ্যা থেকেই চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য এবং প্রাক্তন খেলোয়াড়দের পদভারে মুখরিত হয়ে উঠতে থাকে আলোক কুঠির। উদ্দেশ্য একটায় প্রথম বারের আয়োজিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দারের বাবার স্মৃতি স্মরণে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত আলফাজ উদ্দিন জোয়ার্দ্দার ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় যারা সহযোগিতা করেছিলো তাদের সাথে গেট টুগেদার। এ গেট টুগেদারের আয়োজন করেন আলফাজউদ্দিনের ছেলে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার ও মামুন জোয়ার্দ্দার। রাত গভীর হলেও এ অনুষ্ঠানের পূর্ণতা এনে দেন ফুটবল অনুরাগী আমন্ত্রিত অতিথিরা। মামুন জোয়ার্দ্দারের আমন্ত্রণে সাড়া দিয়ে তার এক সময়কার ফুটবল সহপাঠি জাতীয় দলের খেলোয়াড় রকিবের সহোদর ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জাকির হোসেন যেমন চুয়াডাঙ্গায় ছুটে এসেছেন, তেমনি আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা রহমতগঞ্জের হয়ে খেলা কৃতি ফুটবলার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদও উপস্থিত হন এ অনুষ্ঠানে। একই সাথে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম। এ তিন অতিথির সাথে যোগ দিয়ে অনুষ্ঠানে আরও পূর্ণতা এনে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ হকি দলের সাবেক ম্যানেজার জাতীয় ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা-২ আসনে এমপি মনোনয়ন প্রার্থী নজরুল মল্লিক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার স্যুটার মাস্টার মাহমুদুল হক লিটন, ডিএফ এ সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মজিবুল মালিক মজু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি, কৃতি গোলরক্ষক জাহাঙ্গীর আলম টিপু, কৃতি অ্যাথলেট সাইদুর রহমান মালিক, আলফাজ উদ্দিন জোর্য়াদ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইসলাম রকিব, ক্রীড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাফায়েতুল ইসলামসহ স্থানীয় পত্রিকাগুলোর ক্রীড়া প্রতিবেদকসহ চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার ও ক্রীড়াবিদগণ।
নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিগণ নিজেদের ফুটবলার জীবনের ফেলে আসা অনেক স্মৃতি রোমন্থন করে জমজমাট আড্ডায় গভীররাত অবধি চুয়াডাঙ্গা কবরী রোডস্থ মামুন জোয়ার্দ্দারের পৈত্রিক নিবাস আলোক কুঠিরে অবস্থান করেন।