শীত সমাচার : হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ পার্শ্ববর্তী এলাকা থেকে কুয়াশা আপাতত বিদায় নিয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। উত্তরবঙ্গে তাপমাত্রাও হ্রাস পেয়েছে। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা রাজশাহী ৭ দশমিক শূন্য ও সর্বোচ্চ কক্সবাজারে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গায় গতকাল সর্বনি¤œ ৭ দশমিক ৯ ও সর্বোচ্চ ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও বরিশাল জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পরবর্তীতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
এদিকে চুয়াডাঙ্গার বেলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের সচেতন যুব কল্যাণ সমিতির আয়োজনে চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দীন ইসলামিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের গরিব ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সচেতন যুব কল্যাণ সমিতির সভাপতি কাজি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। আরও উপস্থিত ছিলেন সচেতন যুব কল্যাণ সমিতির সহসভাপতি প্রফেসর মঈন উদ্দীন, সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন, অর্থসম্পাদক সাহেদুর রহমান খোকন, উপদেষ্টা হামিদুর রহমান, আসাদুজ্জামান, হাসিবুর রেজা শামিম, নির্বাহী সদস্য মফিজুর রহমান মনা, চাঁদ আলী, মজিবর রহমান প্রমুখ। বেলগাছি আছির উদ্দীন ইসলামিয়া মাদরাসা ও লিল্লাহ্ বোর্ডিংয়ে ৪০জন এবং তিতুদহ হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ্ বোর্ডিংয়ে ২০জন শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহাবায়ক কমিটির সদস্য লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিজিবিএম, এমপিএইচএফ (অব.) শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে ও ডিঙ্গেদহ মাদাসামাঠে শতাধিক নারী-পুরুষের গায়ে কম্বল জড়িয়ে দেন।
অপরদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার দৃঢ় সংকল্পে দুস্থ শীতার্তদের সাহাযার্থে এগিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা কার্যালয় চত্বরে চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সদর থানায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর থানা সভাপতি মাছুম বিল্লাহ। প্রধান মেহমান ছিলেন জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব। এছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি ডা. জেনারুল ইসলাম, আলিমুজ্জামান, তুষার ইমরান।
অপরদিকে চুয়াডাঙ্গার সদরের বেগমপুর ইউনিয়নের যদুপুরে ‘যদুপুর উন্নয়ন সংঘ’র উদ্যোগে, এসপি জাফর হোসেন, ব্যবসায়ী বিপুল শরীফ, প্রবাসী মিজানুর রহমান ঢালী, ঢাবি শিক্ষক সাঈদ সিদ্দিক, শামছুল হক, প্রবাসী জাহিদুল ইসলাম, প্রবাসী রায়হান উদ্দিন, প্রবাসী আব্দুল আজিজ পাঠান, রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান হিরনের সহযোগিতায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সংগঠনের সভাপতি আসিব রহমান সিফাতের সভাপতিত্বে অতিথি ছিলেন, সমাজসেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম হোসেন মিজি, মাছুরা আক্তার টুনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন হোসেন মিজি।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য কনটেক কন্সট্রাকশনের কর্ণধার শিল্পপতি ইঞ্জিনিয়ার মখলেসুর রহমান তরফদার টিপুর পক্ষে পৌর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে গতকাল শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে উপজেলা বিএনপির একাংশের সভাপতি সাবেক পৌর মেয়র হাজি নোয়াব আলী, পৌর বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক দ্দোজা উদ্দিন, বিএনপি নেতা তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর হযরত আলী, কাউন্সিলর আপিল মাহমুদ, মোজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য টিটু, ফজলুর রহমান বাটা, আয়তুল হক, আজিজুল ইসরাম, মোশারেফ হোসেন, আব্দুল মাজেদ, আব্দুস ছালাম, উপজেলা যুবদল নেতা আবুল হোসেন তোয়া ও ছাত্রদল নেতা হাসানুজ্জামান হাসান, আশরাফুল ইসলাম রয়েল ও মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একারামুল হক হীরা, সহসভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য অ্যাড. শফিকুল আলম, আশকার আলী, যুব খন্দকার সামসুজোহা সোহাগ উপস্থিত ছিলেন।
এদিকে বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি মেহেরপুর সরকারি বিদ্যালয়ের স্বরবর্ণ সামাজিক সংঘ নামের সংগঠন। গতকাল শনিবার রাত ৯টার দিকে শহরের ম-লপাড়ার যুদ্ধাহত মক্তিযোদ্ধা মৃত ইমরান হোসেনের স্ত্রী পেয়ারি বেগমকে দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। ১২০ জন হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে জানা গেছে। স্বরবর্ণ সামাজিক সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান, রুপম আজিম, ইশতিয়াক কানন, রাসেল, মাহমাদুর রহমান মিশু, তানজিল, সাইমন সাকিব, ইকবাল, সাফায়েতসহ ২০০৪’র এসএসসি মেহেরপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a comment