ফার্মেসি থেকে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ওষুধ জব্দ : জরিমানা

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে এনএসআই কর্মকর্তাদের অভিযান

দামুড়হুদা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা এনএসআই কর্মকর্তারা দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গার মামুন ফার্মেসি নামের একটি ফার্মেসি থেকে ভারতীয় তৈরি বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট এবং নিষিদ্ধ ঘোষিত ওষুধ (গরু মোটাতাজাকরণ) জব্দ করেন। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। আটক করা হয় ওই ফার্মেসির মালিক মামুনুর রশিদকে। জব্দকৃত ওষুধের মধ্যে ডেক্সা মেথাসন (গরু মোটাতাজাকরণ) ওষুধগুলো বাজারজাত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে জানান দামুড়হুদা উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অনোয়ার হোসেন। তিনি ভ্রাম্যমাণ আদালতকে আরও জানান ওই সমস্ত মেডিসিন প্রয়োগ করা গরুর মাংস খেলে মানুষের কিডনি এবং হার্ড ড্যামেজ হওয়ার সম্ভবনা থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওই ফার্মেসির মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্ত ফার্মেসি মালিক মামুন জরিমানার টাকা নগদে পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত ওষুধগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন সার্টিফিকেট সহকারী জিহন আলী, উপজেলা আইসিটি টেকনিসিয়ান খাইরুল কবির দিনার ও অফিস সহায়ক রফিককুল ইসলাম। অভিযান পরিচালনাকারী এনএসআই কর্মকর্তারা হলেন অতিরিক্ত পরিচালক লুৎফুল কবির, তপু কুমার ভৌমিক এবং পর্যবেক্ষক নজরুল ইসলাম। কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি আজিবার রহমান সিজার এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি এ সময় উপস্থিত ছিলেন।