সারাদিন চড়ুইভাতিতে মেতে সন্ধ্যায় বিষপানে আত্মহত্যা

হাসপাতালে মৃতদেহ রেখে স্বামীসহ নিকটজনদের প্রস্থান
স্টাফ রিপোর্টার: সারাদিন বাড়ির আঙিনায় চড়ুইভাতি নিয়ে মেতে থাকা পুত্রবধূ শাশুড়ির ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। মৃতদেহ গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর কৌশলে সরে পড়েছে তার স্বামী আলমডাঙ্গার পল্লি ভোগাইল বগাদীর আশরাফুলসহ নিকটজনেরা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপতালেই রাখা ছিলো।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদীর আশারফুল ইসলামের স্ত্রী আঙ্গুরা বেগম (৩০) ছিলেন একটু আমুদে। গতকাল পরিবারের শিমু ছেলে-মেয়েসহ দায়-দায়েদিদের নিয়ে বাড়ির আঙিনাতেই চড়–ভাতিতে মেতে ওঠেন। সন্ধ্যায় ওষুধ কেনা নিয়ে শাশুড়ির সাথে মতবিরোধ দানা বাঁধে। এরই এক পর্যায়ে আঙ্গুরা বেগম বিষপান করে। তাকে হাসপাতালে নেয়ার বদলে নেয়া হয় আসমানখালীর সেই হাতুড়ে হান্নানের নিকট। তিনি আনাড়ি হাতে বিষ তোলার চেষ্টা চালান। এক পর্যায়ে আঙ্গুরার অবস্থা গুরুতর হয়ে পড়লে নেয়া হয় হাসপাতালের পথে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, অনেক আগেই মারা গেছে রোগী। এরপর সাথে থাকা স্বামীসহ নিকটজনেরা কৌশলে সরে পড়ে। সন্দেহ দানা বাঁধে। ফলে কেউ কেউ এ মৃত্যুর আড়ালে বড়ধরণের কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবিও তুলতে শুরু করে।