মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ভাষা আন্দোলনের সংগঠক প্রয়াত আহাম্মদ আলীর সহধর্মিনী ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজনের মা বেগম বদরুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। গতকাল শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে মেহেরপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মরহুমার বড় ছেলে মাসুদ অরুন জানান, তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার মেহেরপুরে নিয়ে আসলে আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নেয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। মরহুমার জানাজর নামাজ আজ শনিবার বিকেল ৩টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হবে।