চুয়াডাঙ্গায় কিশোর অটোচালককে তুলে নিয়ে নির্মম নির্যাতন

অভিযুক্ত ৪ উঠতি বয়সীকে গ্রেফতার করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর থেকে তুলে নিয়ে মাঠে নির্মম নির্যাতনের শিকার মাহফুজের বোন মম বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। এ মামলায় কেদারগঞ্জপাড়ার বাবুর ছেলে তুহিন, কাশেমের ছেলে শান্ত, মিলনের ছেলে রনি ও দৌলাতদিয়াড়ের বজলুর রহমানের ছেলে সাগরকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৪ জনই উঠতি বয়সী যুবক। মাহফুজও টিনএজার। এদের সাথে পূর্ব বিরোধের জের ধরে গতপরশু বৃহস্পতিবার শহীদ হাসান চত্বরে বাগবিত-ার ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ভি.জে স্কুলের সামনে থেকে মাহফুজকে তুলে নিয়ে সার্কিট হাউজ এলাকার মাঠে নিয়ে নির্মম নির্যাতন করে। মাহফুজ চুয়াডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা। মাহফুজ শিশুবয়সেই পিতাকে হারিয়ে অসহায় মাকে সাথে নিয়ে কোর্টপাড়ায় বসবাস করে আসছে। ইজিবাইক বা অটোচালিয়ে সে সংসারের খরচ জোগায়। উঠতি বয়সী কয়েক যুবক তাকে পরশু তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। গতকাল তার বোন মামলা করলে পুলিশও তৎপর হয়ে ওঠে।