চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লিগ সিজন-ফোর’র জার্সি ও ট্রফি উন্মোচন : এবারও অংশ নিচ্ছে ৮টি টিম।

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লিগ সিজন-ফোর’র জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ সংলগ্ন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কার্যালয়ের সামনে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিকেট একাডেমির উপদেষ্টা ও ক্রিকেটানুরাগী চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও এন.পি.এল ক্রিকেট লীগ সিজন ফোর’-এর চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অতিথিবৃন্দ সিজন-ফোরে অংশগ্রহণকারী ৮টি টিমের অধিনায়কের হাতে জার্সি তুলে দিয়ে জার্সি উন্মোচন করেন। একই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ন-রানার আপ ট্রফি তুলে ধরে ট্রফি উন্মোচন পর্বের শুভ সূচনা করেন। এরপর একে একে ৮টি টিম অর্থাৎ সানরাইজার দশমাইল দলের দলনেতার হাতে টিমের জার্সি তুলে দেন এনপিএল ক্রিকেট লিগের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস দলের দল নায়কের হাতে টিমের জার্সি তুলে দেন এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, দর্শনা ডেয়ার ডেভিল্স দলনেতার হাতে আহাদ আলী মোল্লা, ওয়ালটান কিংস দলনেতার হাতে জার্সি তুলে দেন পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, আলমডাঙ্গা নাইট রাইডার্সের দলনেতার হাতে বাংলাদেশ জাতীয় ফুটবলের সাবেক কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দার, মুন্সিগঞ্জ টাইটান্স দলনেতার হাতে জার্সি তুলে দেন নাজমুল হক স্বপন, কিংস ইলেভেন জীবননগর দলনেতার হাতে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও ফ্রিডম ফাইটার আটকবর দলনেতার হাতে জার্সি তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক মাহাতাব উদ্দিন, এস এ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, রফিক রহমান, রুহুল আমিন রতন, হোসাইন মালিক, আবুল হাশেম, একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, সাবেক কৃতি ক্রিকেটার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা চেম্বারের সাবেক পরিচালক মুঞ্জুরুল আলম মালিক লার্জ, জাকির মর্টস ও জাভিদ মটরস’র স্বত্বাধিকারী জাকির হোসেন, স্টুডিও পিকাশোর সাব্বির কামাল ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সাফায়েতুল ইসলাম প্রমুখ।
জার্সি ও ট্রফি উন্মেচন শেষে ৮টিমের ক্রিকেটারগণ চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে উপস্থিত হয়। সেখানে ৮টিমের খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ শেষে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।