আলমডাঙ্গার হারদী বায়তুস সালাম জামে মসজিদের অযুখানা নির্মাণ কাজের উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় হারদী বায়তুস সালাম জামে মসজিদের অযুখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আর্থিক সহযোগিতায় নির্মিত এ অযুখানা গতকাল শুক্রবার দুপুরে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল ইসলাম, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক আইনাল হক, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শামীম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ডালিম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাবু, মামুন-অর-রশিদ হাসান কাউন্সিলর, কামরুল ইসলাম, মখলেছুর রহমান, মহর মেম্বার, মিলন, মানোয়ার হোসেন, সঞ্জিত, আশরাফুল, ফিরোজ হোসেন, মাহমুদুল হাসান চঞ্চল, শাহিনুর রহমান, মিনারুল ইসলাম, আরিফ, রমজান আলী, টিপু, জহুরুল ইসলাম, টুকু, নূর হোসেন, সৈকত খান, শোভন, রজব আলী, মহিদুল প্রমুখ।

Leave a comment