মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় খেলার মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। এ সময় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম সোলাইমান হোসেন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, ইবনে আবু হেলাল প্রমুখ। ৫টি গ্রুপে ৪টি করে খেলা প্রদর্শিত হয়। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক সেকেন্দার আলী। ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক নাসির উদ্দীন ও এমরান হোসেন। খেলা শেষে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।