দামুড়হুদায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে মোক্তারপুর নতুনপাড়া ফাইনালে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুর যুব সমাজের উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোক্তারপুর ঈদগামাঠে মোক্তারপুর নতুনপাড়া ক্রিকেট একাদশ ও মাঝেরপাড়া ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। মোক্তারপুর নতুনপাড়া ক্রিকেট একাদশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। ১৩০ রানের জয়ের লক্ষ্যে মোক্তারপুর মাঝেরপাড়া ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান অলআউট হয়ে যায়। ফলে মোক্তারপুর নতুনপাড়া ক্রিকেট একাদশ ১০ রানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় আম্পায়ার ছিলেন শহিদুল্লাহ, মনিরুজ্জামান ও জাফরুল মাস্টার। স্কোরার ছিলেন স্বাধীন। ধারাভাষ্য দেন আব্দুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান। নতুনপাড়া ক্রিকেট একাদশের জাকারিয়া ম্যাচসেরা এবং মাঝেরপাড়া ক্রিকেট একাদশের পিকুল সেরা বোলিং খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে ইপ্তি জুয়েলার্স ও নিউ বোস বিকসের পক্ষ থেকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য হাসান আলী ম্যান অব দ্য ম্যাচ এবং সেরা বোলিং নির্বাচিত দু’খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা যুবলীগ নেতা এসএম মহসিন আলী, মাবুদ মেম্বার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান টোকন, হায়দার আলী প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন গোলজার হোসেন মালিথা।