মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিডি পদে ড. আখতারুজ্জামানের যোগদান

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (ডিডি) পদে যোগদান করেছেন ডক্টর আখতারুজ্জামান। জেলার সুপরিচিত মুখ আখতারুজ্জামান গত বুধবার দুপুরে ডিডি অফিসে দায়িত্বভার গ্রহণ করেন। একজন স্বনামধন্য অভিজ্ঞ কৃষিবিদ গবেষক ও লেখক হিসেবে পরিচিত তিনি। ডক্টর আখতারুজ্জামান ডিডি হিসেবে যোগদান করায় জেলার কৃষি বিভাগসহ বিভিন্নমহলের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
ডক্টর আখতারুজ্জামান ১৯৮৯ সালে ৮ম বিসিএস’র মাধ্যমে কৃষি বিভাগে চাকরি জীবন শুরু করেন। ১৯৯৯ সালে সরকারি বৃত্তিতে যুক্তরাজ্যের রেডিং বিশ^বিদ্যালয়ের সহায়তায় বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এছাড়াও বিশে^র বিভিন্ন দেশ থেকে তিনি কৃষির গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দাম্পত্য জীবনে তিনি একপুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার সহধর্মিনী একজন সরকারি পদস্থ কর্মকর্তা। দায়িত্ব পালনে জেলার সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।