দামুড়হুদা উপজেলার অধিকাংশ সড়কেই ইটভাটার মাটি পড়ে বেহাল দশা
বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার বিভিন্ন সড়কের ওপর ইটভাটার মাটি পড়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। ইটভাটার ট্রাক্টরের ট্রলি থেকে কাদা-মাটি পড়ে পিচরোড শাদা হয়ে গেছে। চাবলা চাবলা মাটির দলা পিচরোডে পড়ে থাকায় যান চলাচলে দুর্ভোগ পোয়াতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়াও প্রতিনিয়ত ঘটেই চলেছে ছোট-খাটো দুর্ঘটনা। উপজেলার বেশিরভাগ সড়কেই এ দৃশ্য প্রতীয়মান। বিশেষ করে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কোষাঘাটা থেকে দামুড়হুদা ব্র্যাকমোড়, দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে শেখপাড়া, একই সড়কে ডুগডুগি পশুহাট থেকে লোকনাথপুর ফুটবল মাঠ পর্যন্ত। এছাড়াও দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলীর মোড় থেকে শুরু করে চিৎলা কদমতলা, নাপিতখালী মোড় থেকে মোক্তারপুর মোল্লাবাজারের রাস্তায় ইটভাটার মাটি পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ইটভাটার ট্রাক্টরের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। কেউ কেউ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলেছেন, ওই সমস্ত রাস্তা দিয়ে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা প্রতিদিনই চলাচল করেন। তারা কি বিষয়টি দেখতে পান না? যদি দেখতেই পান তাহলে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? এভাবে কি দেশ চলে? রাস্তার ওই বেহাল অবস্থা দেখে বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। এ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে জরুরিভিত্তিতে সড়কে পড়ে থাকা মাটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।