স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগরের মনোহরপুর আবাসনের মধ্যবয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। গতপরশু বুধবার রাত ৮টার দিকে আবাসনের অদূরবর্তী পুকুরপাড়ে ধর্ষণের শিকার হন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত একই এলাকার বাসিন্দা আলমসাধু চালক আরিফ আত্মগোপন করেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ধর্ষণের শিকার মধ্যবয়সী নারী বলেছেন, গতপরশু বুধবার রাত ৮টার দিকে এক নাতিকে পাশের বাড়িতে রেখে ফিরছিলাম। এসময় আরিফ সামনে পড়ে। সে টেনে হেঁচড়ে নিয়ে যায় আবাসনের অদূরবর্তী পুকুরপাড়ে। সেখানে ধর্ষণ করে। চিৎকার শুরু করলে আরিফ পালিয়ে যায়। সে ইনছান আলীর ছেলে আরিফ। ওই রাতেই ঘটনা জানাজানি হলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিক গতকালই ধর্ষণের শিকার নারীকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাজির হন। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। মেডিকেলে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছে সূত্র। পুলিশ বলেছে, ধর্ষণের অভিযোগে আরিফের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে ধরতে ইতোমধ্যেই অভিযানও চালানো হয়েছে। তবে সে গ্রেফতার এড়াতে আত্মগোপন করাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।