আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কলেজপাড়ার এক ব্যক্তির ডাচ বাংলা অনলাইন ব্যাংকিং একাউন্ট থেকে প্রায় ৪৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি মোবাইল নাম্বার ও ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিসের নাম্বার ব্যবহার করে চক্রটি কৌশলে এ টাকা হাতিয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় জিডি করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গার কলেজপাড়ার মহাবুবুল করিম বেশ কয়েক বছর পূর্বে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে একাউন্ট খোলেন। তার একাউন্টে প্রায় ৪৮ হাজার টাকা ছিলো। গত ১০ জুন দুপুরের দিকে জনৈক ব্যক্তি নিজেকে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ০১৭৭৮২৯৪১৮২ নং মোবাইল ও ডাচবাংলা কাস্টমার সার্ভিসের #১৬২১৬ নাম্বার ব্যবহার করে তার একাউন্ট বন্ধ হয়ে গেছে বলে জানায়। বন্ধ একাউন্ট হাল নাগাদের কথা বলে বিভিন্ন অপশনের বাটন পুস করতে বলে প্রতারণার মাধ্যমে ৪৭ হাজার ৩৬৯ টাকা হাতিয়ে নেয়। মহাবুবুল করিম জানান, এ ঘটনার পর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ারের কর্মকর্তা জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি কোনো পদক্ষেপ না নিয়ে আইনি পরামর্শ নেয়ার কথা জানান। উপায়ান্তর না পেয়ে মাহবুবুল করিম আলমডাঙ্গা থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছেন।