সারাদেশে তাপমাত্রা বাড়ছে : কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

স্টাফ রিপোর্টার: শীতের প্রকোপ কমতে শুরু করে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কিছুটা উন্নতি হয়েছে। তবে কিছু অঞ্চলে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা, যশোর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার ওপর ঠা-া ঠা-া ঢেলে সাজানো হয়েছে তা কিছু জায়গায় কমতে পারে। সারদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গতকাল বুধবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়ায়। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সীতাকু-ুতে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সংগঠনে ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার জুড়ানপুরে হতদরিদ্র শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মজলিশপুরে জুড়ানপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ও জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান টিপু তরফদারের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ হয়। শীতবস্ত্র বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজি শফিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্মআহব্বায়ক এসএ সিদ্দিক, বিএনপি নেতা ও ইউপি সদস্য রুহুল আমিন, ওয়ার্ড সভাপতি শহিদ সর্দ্দার, শহিদ উদ্দিন গোলাম হোসেন, রেজাউল হক, আকাশ, নাজিম উদ্দিন, ফজলুর রহমান, ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুল হক দুদু, আসলাম উদ্দিন ফিঙ্গে, কামাল উদ্দিন, রতন, রাজন আলী, বেল্টু, ইউনিয়ন বিএনপি নেতা বিশারত বিশ্বাস, হাসান, মহাসিন, ইখতার, নুরুল ইসলাম, আকালে, ফাইটার, আমিনুল, শহিদুল মালিথা প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে দামুড়হুদা উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি এনামুল কবির রিজভী, সহসভাপতি ডা. কায়জার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগাঠনিক সম্পাদক মহাসিন আলী, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে এলাকার অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার হতদরিদ্র, অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে গতকাল বুধবার কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও জীবননগর পৌরসভায় ৩ হাজার পিস কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুর রশিদ, বিএনপি নেতা শফিউদ্দিন শফি, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম উদ্দিন সিদ্দিকী, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী আবুল কাশেম, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উথলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, কেডিকে ইউনিয়নের মনোয়ার হোসেন, তানভির আহমেদ রাজিব, মনোহরপুর ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল, সাইফুল, টিপু সুলতান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা। যুবদল নেতা সীমান্ত ইউপি চেয়ারম্যান যুবদল নেতা মঈনউদ্দিন ময়েনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুবদল নেতা সরোয়ার হোসেন, আজমত আলী, ইক্তারুল ইসলাম, ইউনুছ আলী, আব্দুল হাকিম, সলেমান আলী, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, আল ইমরান রিপন, এসএম জাবেদ লাল, সুমন, মামুন, নাজমুল হোসেন, মামুন পারভেজ শিকড়, রাসেল, শাহিন, সুজন, জুয়েল, মমিন ও সবুজ এ সময় উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে সরকারি অনুদানের কম্বল বিতরণ করা হয়েছে। সেই সাথে ব্যক্তিগত অর্থ দিয়ে ৪শ বিধবা নারীকে দুপুরে খাবার খাওয়ালেন ওই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি। মাঘের এই তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন সদর উপজেলা পরিষদের মাধ্যমে সুরাট ইউনিয়নে কম্বল বরাদ্দ দেয়। গতকাল বুধবার দুপুরে সুরাট ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ করা হয়। দাওয়াত দেয়া হয় ওই ইউনিয়নের ১২টি গ্রামের ৪’শ জন বিধবা নারীকে। দুপুরে খাবারে দেয়া হয় মুরগীর মাংস ও দই। খাওয়া শেষে তাদের হাতে কম্বল তুলে দেয়া হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। কম্বল হাতে পেয়ে সুরাট গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা ছবিরন নেছা বলেন, চেয়ারম্যান একটি কম্বল দিয়েছেন, আবার দুপুরে পেট ভরে খেতে দিয়েছেন। তিনি চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন।