মেহেরপুর অফিস: মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের পৌর ঈদগাহপাড়াস্থ বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মুজিবুল হক খান চৌধুরী হেলাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব পিস অ্যাম্বাসেডর মেহেরপুর জেলা বিএনপির সদ্যস্য জাকির হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, আনিছুর রহমান, আসাদুল হক খান কেনেডি, ডিক্লিয়ার, ইদ্রিস আলী, আব্দুল হামিদ খান গাজু, জাহাঙ্গীর আলম দুলাল, মনিরুল ইসলাম মনি, ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় আগামী ১৯ জানুযারি বিকেল ৩টায় শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।