চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ-পরিদর্শক আকবর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া গাংপাড়ার মন্টুর ছেলে ফটিকের (২৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় ফটিক বাড়ি থেকে পালিয়ে যায়। তার ঘর তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী মেহেনুর বেগমের (৩৬) বাড়িতে অভিযান চালালে সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি চালিয়ে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফটিক ও মেহেনুর বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।