স্টাফ রিপোর্টার: পিতার সাথে বাস থেকে নেমেই দৌঁড়ে সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ৮ বছরের সম্রাট। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা- মেহেরপুর সড়কের পুরাতন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সম্্রাটকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর জেলা সদরের পিরোজপুর ইউনিয়নের পুরাতন দরবেশপুর গ্রামের নবিছদ্দিনের ছেলে স্থানীয় হাফিজিয়া মাদরাসার ১ম শ্রেণীর ছাত্র। আবদার করে গতকাল বুধবার দুপুরে বাবার সাথে যায় বাড়াদি হাটে। সেখান থেকে বাসযোগে পিতার সাথে বিকেলে ফেরে পুরাতন দরবেশপুরে। বাস থেকে নেমে এদিক ওদিক না তাকিয়ে রাস্তা পার হতে গেলে ঘটে বিপত্তি। মেহেরপুরমুখি একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। আছড়ে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতকালই তাকে রাজশাহী নেয়া হয়েছে।