জীবননগরে অভিমানে দু’দিনে দু’এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় গত দু’দিনে পিতা-মাতার ওপর অভিমান করে দুই এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী দুই স্কুলছাত্রী হচ্ছে- কানিজ ফাতিমা সূবর্ণা ও তাবাচ্ছুম আক্তার প্রমিতি। এ দুর্ঘটনায় ওই দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কন্দর্পপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে কানিজ ফাতিমা সূবর্ণা মঙ্গলবার অভিমান করে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অপর দিকে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুস সালেকের মেয়ে তাবাচ্ছুম আক্তার প্রমিতি গতকাল বুধবার জীবননগর শহরের বসুতিপাড়ার ভাড়ার বাসায় পিতা-মাতার ওপর অভিমান করে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।