আলমডাঙ্গা ব্যুরো: চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। গতপরশু রাতে হারদী মহনপাড়া থেকে রাজিবকে গ্রেফতার করা হয়। হারদী গ্রামের মহনপাড়ার মৃত রেজাউল ইসলামের ছেলে শাহারায় আহসান রাজিব। ২০১৪ সালে আলমডাঙ্গা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল আলীমের নিকট থেকে ব্লাঙ্ক চেক দিয়ে টাকা ধার নেয়। দীর্ঘদিন পার হওয়ার পর রাজিব আলীমের টাকা না দিলে আলীম ব্যাংক থেকে চেক ডিজঅনার করে আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত রাজিবকে ৬ মাসের সাজা প্রদান করেন। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গতপরশু আলমডাঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম, এএসআই খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে হারদী গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে আটক করে। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।