আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আন্দিপুরে আলমসাধু দুর্ঘটনায় আহত শাহিবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত শনিবার রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহিবুল ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত তাহাজউদ্দিনের ছেলে।
জানা গেছে, গত শনিবার সকালে শাহিবুল ইসলাম (৪০) পান বিক্রির উদ্দেশে আলমসাধুযোগে বাড়ি থেকে বের হন। ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের আন্দিপুর এলাকায় পৌঁছুলে আলমসাধুর একটি চাকা খুলে যায়। এতে শাহিবুল ইসলাম পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। শাহিবুলের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্ত্বব্যরত চিকিৎসক। সেখানে নেয়া হলে রাত ১১টায় শাহিবুল ইসলাম মারা যান। গতকাল রোববার দুপুরে মহেশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।