আইপিএলে সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি

স্টাফ রিপোর্টার: এবারের আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে থাকছে ৮ ক্রিকেটারের নাম। এদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। সাকিব-মুস্তাফিজরা আছেন তৃতীয় ধাপে। সবশেষ দুটি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন মুস্তাফিজ। ২০১১ সাল থেকে টানা সাত বছর সাকিব ছিলেন কলকাতায়। খেলেছেন ছয় মরসুমে। এবার দুজনের কাউকে ধরে রাখেনি তাদের পুরোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিবকে অবশ্য আগেও ছেড়ে দিয়ে পরে নিলামে কিনে নিয়েছিলো কোলকাতা। নিলামে থাকতে আগ্রহী মোট ১ হাজার ১২২ জন ক্রিকেটারের নাম ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এই তালিকাই চূড়ান্ত নয়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে তাদের আগ্রহে থাকা ক্রিকেটারদের তালিকা পাওয়ার পর ছোট করা হবে তালিকা।

সাকিব ও মুস্তাফিজ ছাড়া নিলামে নাম দেয়া বাংলাদেশের অন্য ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান, লিটন দাস ও সাব্বির রহমান। নিলামের প্রাথমিক তালিকায় বিদেশি ক্রিকেটার ২৮২ জন। তালিকায় সর্বোচ্চ ৫৮ জন অস্ট্রেলিয়ার, ৫৭ জন দক্ষিণ আফ্রিকার, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ৩৯ জন করে, নিউ জিল্যান্ডের ৩০, ইংল্যান্ডের ২৬, আফগানিস্তানের ১৩, জিম্বাবুয়ের ৭, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে ও স্কটল্যান্ডের ১ জন ক্রিকেটার। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হবে এবারের আইপিএলের নিলাম।