আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ২জন আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গাকে মাদকমুক্ত করতে আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে তাদেরকে আটক করে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাইদুর রহমান ওরফে মুন মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে বাবুল (৪০)। দীর্ঘদিন ধরে বোয়ালমারী, নীলমণিগঞ্জ, মুন্সিগঞ্জ ও আলমডাঙ্গা শহরের ইয়াবা বিক্রি করে। তারা চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন মাদকব্যবসায়ীর নিকট থেকে ইয়াবা কিনে নিয়ে আসে। সাইদুর রহমান জানান, গত ১৫দিন আগে চুয়াডাঙ্গা আশিকুর রহমান নামের একজনের পরিচয় হয়। আশিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসে। গত ৬-৭ দিন আগে আশিক কক্সবাজার যাওয়ার আগে ৫০ পিস ইয়াবা দিয়ে যায় বিক্রি করার জন্য। গতকাল রোববার সন্ধ্যার পর সাইদুর ও বাবুল আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় ইয়াবা বিক্রি করতে আসে। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই একরাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে সাইদুর ও বাবুলকে আটক করে। পরে তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে।