মেহেরপুর অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেখ হাসিনার নৌকার পক্ষে গণসংযোগ করেছেন বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আব্দুস সালাম। গতকাল শনিবার বিকেলে তিনি মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন কুতুবপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইনছান ম-ল, সদর থানা আওয়ামী লীগের সদস্য সাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।