স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ ও ২ নম্বর, আলমডাঙ্গা উপজেলার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর এবং জীবননগর উপজেলা পরিষদের ১নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে উপ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৯ জানুয়ারী ভোট। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসারই চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে উপ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি বুধবার। মনোনয়ন বাছাই ১৮ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ জানুয়ারি। ভোটগ্রহণ ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। ১৭ জানুয়ারি দাখিল করতে হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।