কার্পাসডাঙ্গায় জাতীয় কৃষক সমিতির আলোচনাসভা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় জাতীয় কৃষক সমিতির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা বালিকা মাধ্যমিক মাঠ প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষক সমিতির আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আনছার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সিরাজুল ইসলাম সেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মাসুম আলী শেখ, আব্দুস সামাদ, আমিনুল হক লাল্টু, আব্দুস ছালাম, নজরুল ইসলাম নজু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমিনুল হক লাল্টু।