স্টাফ রিপোর্টার: পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সেই মা-ই যখন ছেলেকে পুলিশে দিতে বা মামলা করতে বাধ্য হয় তখন বুঝতে বাকি থাকে না ওই সন্তান কতোটা কুলাঙ্গার। কেনো? কুলাঙ্গার হওয়ার আড়ালে মাদক। নেশার কবলে পড়ে বাড়ি ঘরে অশান্তির আগুন জ্বালানোর কারণেই চুয়াডাঙ্গা ফার্মপাড়ার সোহেল হোসেনকে যাতে পুলিশে ধরে সেই ব্যবস্থা করে তারই মা।
পুলিশসূত্র বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার মুজাম আলীর ছেলে সোহেল হোসেন (৩৫) দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্থ। মারণ নেশার কবলে পড়ে সে হয়ে ওঠে অত্যচারি। উপায় না পেয়ে ওর মা আদালতে নালিশ করে। এ নালিশের ভিত্তিতে গতকাল শুক্রবার তাকে গ্রেফতর করা হয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন।