জীবননগরে শিক্ষার মান উন্নয়ন এবং জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়সভায় আলী আজগার টগর এমপি
জীবননগর ব্যুরো: জামায়াতে ইসলামীকে একটি অগণতান্ত্রিক সশস্ত্র সন্ত্রাসী শক্তি হিসেবে উল্লেখ করে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেছেন, দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থেই জামায়াতকে গণতন্ত্রের মাঠ থেকে বিদায় দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় জামায়াত হত্যা, লুণ্ঠন, ধর্ষণ চালিয়েছে। এতো বছর পরেও দলটি শোধরায়নি। আর এখন তারা দেশ, ঐতিহ্য, সংস্কৃতি, রাষ্ট্র, সংবিধান, গণতন্ত্র এবং ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছে। নতুন করে মিথ্যা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করেছে। জামাত-বিএনপি বর্তমান সরকারের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে আমাদেরকে ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মান উন্নয়ন এবং জঙ্গিবাদবিরোধী মতবিনিময়সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাম্প্রতিক সশস্ত্র কর্মকা- রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এজন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। জামায়াতকে রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই একটি সশস্ত্র সন্ত্রাসী শক্তি এবং বর্তমানে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয়ে একটি পরিপূর্ণ সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে। জামায়াত কেবল দেশের জন্যই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্যও বিপদ এবং ঝুঁকি সৃষ্টি করছে। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত তাদের সেই মনোভাব থেকে ফিরে আসেনি। তারা নতুনভাবে প্রকাশ্যে আক্রমণ শুরু করেছে। জামায়াতের সাথে যাদের এখনও রাজনৈতিক সম্পর্ক আছে তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে থাকতে হলে এ অশুভ শক্তির সাথে এখনই সকল সম্পর্ক ত্যাগ করতে হবে। তিনি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় তিনি যুদ্ধাপরাধীদের বিচার, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, শিক্ষাক্ষেত্রে সাফল্য, কর্মসংস্থানের ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দীন কবিরের উপস্থাপনায় শুক্রবার বেলা সাড়ে ১০টার সময় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) প্রফেসর টি এম জাকির হোসেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোর্তূজা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খঁাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাবদ কুমার পরামানিক, শিক্ষার্থী ফারজানা আলম মিম।