ফলোআপ: ঝিনাইদহে রুপোর গয়নাসহ আটক ৩ জনকে আদালতে সোপর্দ

রিমান্ডের আবেদন ॥ কেরুজ নিরাপত্তা সদস্য জাহিদুল চাকরিচ্যুত
দর্শনা অফিস: ভারত থেকে রুপোর গয়না চোরাচালানের ঘটনা দীর্ঘদিনের। সোনা ও রুপোর চালানের অনেকটাই নিরাপদ রুট হিসেবে দর্শনাকেই বেছে নেয় চোরাকারবারিরা। দামুড়হুদার বিভিন্ন সীমান্ত পথে এ চালান আনা হয়ে থাকে। সোনা বা রুপোর চালানের সাথে বহনকারীরা ধরা পড়লেও তিমিরেই থেকে যায় মালিক মহাজনরা। এবার ঝিনাইদহ র‌্যাবের হাতে প্রায় ৮ কেজি রুপোর গয়না ও প্রাইভেটকারসহ আটক হয়েছে কেরুজ নিরাপত্তা বিভাগের সদস্য জাহিদুলসহ ৩ জন। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ থানায় সোপর্দ করেছে র‌্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা ৩ রুপো চোরাচালানিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। গত পরশু বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদাহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালান ঝিনাইদহ সরকারি কেসি কলেজ এলাকায়। কলেজ এলাকা থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা পাড়ার শুকুর আলীর ছেলে উৎসব আলী ওরফে আপেল (৩২), চুয়াডাঙ্গা কেদারগঞ্জের আদম আলীর ছেলে ইমরানকে (৩১) ও দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুরের আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলামকে (৩৩)। এদের মধ্যে উৎসব ওরফে আপেল কেরুজ চিনিকলের ডিস্টিলারি বিভাগ থেকে মদ চুরিসহ নিরাপত্তাকর্মীদের হাতে আটক হয়। ফলে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া জাহিদুল কেরুজ নিরাপত্তা বিভাগের চুক্তিভিত্তিক সদস্য। এ সময় আটককৃতদের ব্যবহৃত একটি লাল রঙের প্রাইভেটকার উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রাইভেটকার তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা উদ্ধার করে ৭ কেজি ৭শ গ্রাম ভারতীয় রুপো। এ ঘটনায় ওইদিনই ডিএডি আব্দুল আওয়াল হোসেন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় আটককৃত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় গতকাল শুক্রবার আটককৃতদের আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এসআই আনিসুজ্জামান। ৩ রুপো পাচারকারিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার আইও আনিসুজ্জামান। ধারণা করা হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে রুপো চালানের সাথে জড়িতদের নাম পরিচয়। এদিকে ঘটনার পরপরই কেরুজ নিরাপত্তা সদস্য আটককৃত জাহিদুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন।