ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের কিশোর হোসাইন ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে আত্মীয়-স্বজনের বাড়িতে ও সম্ভাব্য স্থানে খুঁজেও কোনো হদিস মেলেনি। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের তরিকুল ইসলাম তারিকের ছেলে হোসাইন (১৫) গত ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে আত্মীয়-স্বজনের বাড়িতে ও সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার গায়ের রঙ শ্যামলা, মুখম-ল লম্বাটে, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো ফুল প্যান্ট ও গেঞ্জি। সে ছোট বেলা থেকেই মানসিক প্রতিবন্ধী। কোনো স্বহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে ০১৯৮৯-৪৯৮৯৯২ নাম্বারে জানাতে অনুরোধ জানিয়েছে হোসাইনের পিতা। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।