কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এক সরিষা ক্ষেত থেকে কাবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকু-ি ঘুনাপাড়া এলাকার সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পাকুড়িয়া দহপাড়া গ্রামের মৃত আজিতুল্লাহ ম-লের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, সকালে সরিষাক্ষেতে স্থানীয়রা কাবুল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত কাবুল হোসেনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।