ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকারের মোবাইল নাম্বার ০১৭৩৮৩১৩৬৬৩ ক্লোন করে ১১টি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে কে বা কারা তার মোবাইল নাম্বার ক্লোন করে এ কার্যকলাপ চালাচ্ছেন বলে এসিল্যান্ড জানিয়েছেন। কোলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর হোসেন জানান, গতকাল বুধবার সকালে এসিল্যান্ড স্যারের নাম্বার থেকে আমার কাছে কল আসে। আমাকে বলা হয় ‘কাউকে তো কিছু বলার নেই, আমার কিছু টাকা লাগবে।’ জরুরি কিছু টাকা একটি নাম্বার বিকাশ করেন, বিকেলে দিয়ে দেবো। বিকাশ করেন। তিনি বলেন স্যার আমি ১০ মিনিটের মধ্যেই টাকা দিচ্ছি। এরপর মোবাইল নাম্বারের কোড সন্দেহজনক হলে এসিল্যান্ড স্যারকে ফোন দিয়ে টাকার বিষয়টি জানায়। তখন স্যার জানান, এটা কেউ প্রতারণা করছে। সিমলা রোকনপুর ইউনিয়নের নায়েব শরিফুল ইসলাম জানান, তার কাছেও ফোন দিয়ে টাকা দাবি করা হয়। তখন তিনি বলেন স্যার আপনার কথার স্বর তো পরিচিত লাগছে না। আমি অফিসে এসে টাকা দিচ্ছি। এরপর লাইন কেটে দেন। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার জানান, কে বা কারা তার ফোন ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের নায়েবদের কাছে টাকা দাবি করেছেন। বিষয়টি তাকে জানানো হলে তিনি সকলকে প্রতারকদের থেকে সাবধান হতে বলেছেন। তিনি বলেন বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে।