স্টাফ রিপোর্টার: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে জেলা প্রশাসক ও উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকরা স্মারকলিপি দেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গায় উপজেলার শিক্ষকবৃন্দ পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শিক্ষকবৃন্দ জেলা শহরে মানববন্ধন করেন। পরে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়। আলমডাঙ্গা উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম জানান, সরকার দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, দুপুর ১২টার দিকে শহরের প্রধান সড়কের উপজেলা গেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের হাতে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নূরুল ইসলাম, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যক্ষ রোকনুজ্জামান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, রহিদুল ইসলাম, আশিকুজ্জামান স্বপন, মজনুর রহমান, খন্দকার মঞ্জুরুল ইসলাম, মহাবুল হক, গোলাম, শরিফুজ্জামান লাকি, আলেয়া ফেরদৌস, সালমা জাহান, লিমা খাতুন, শাহনাজ আক্তার, আব্দুস সালাম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, বেলা ১১টার দিকে বেসরকারি শিক্ষক ও কর্মচারী সংগ্রাম কমিটি (স্কুল-কলেজ ও মাদরাসা) দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। পরে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে মানববন্ধন রচিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জয়রামপুর ডিএস দাখিল মাদরাসার সুপার সহিদুল ইসলাম, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সহকারী সুপার জয়নাল আবেদীন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দবিরুল ইসলাম, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কার্পাসডাঙ্গা হাদীকাতুল বালিকা দাখিল মাদরাসার সুপার নুরুল আমীন, কুনিয়াচাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার সামসুল আলম, জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসার সুপার আব্দুল গাফ্ফার, কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কুড়–লগাছি দাখিল মাদরাসার সুপার আবুল কালাম আজাদ, বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দর্শনা ডিএস ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আরিফ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক ও কর্মচারী সংগ্রাম কমিটি দামুড়হুদা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শিক্ষক মোমিনুল হক মমিন মাস্টার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক হাসমত আলী ও সাইদুর রহমান সন্টু।
মেহেরপুর অফিস জানিয়েছে, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক বর্ধিত প্রবৃদ্ধি, দুটি পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে ওই স্মারকলিপি পেশ করা হয়। জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক ইদ্রিস আলী মাস্টার স্মারকলিপি তুলে দেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় প্রধান শিক্ষক আবুল কাশেম, ইসরাফিল হক প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের হাতে স্মারকলিপি তুলে দেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, যুগ্মআহবায়ক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক আফজাল হোসেন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন, এইচএমএইচভি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হালিম, মড়কা জাগরণ কলেজ অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ফয়সলসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দাবিনামা সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।