স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ পানহাটে ৩ বছর ধরে খাস কালেকশন নিয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন প্রত্রিকায় অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অভিযোগপত্র সূত্রে জানা গেছে, জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ পানহাট ইতোপূর্বে ১৮ থেকে ১৯ লাখ টাকায় টেন্ডার হয়েছিলো। কিন্তু বিগত ৩ বছর পূর্বে নাম মাত্র টেন্ডার হয়ে আর কোনো টেন্ডার হয়নি। বর্তমানে কে বা কারা খাস কালেকশন করেছে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উত্তর দিতে ব্যর্থ হন। বিগত ৩ বছর যাবত নীলমণিগঞ্জ হাট যেমন ব্যাপকভাবে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি ভাবে হাটের উন্নয়ন কাজে ব্যাহত হচ্ছে। নীলমণিগঞ্জ বাজার থেকে যে টাকা ইউনিয়ন পরিষদ পাওয়ার কথা তা থেকেও বঞ্চিত হচ্ছে। বিষয়টা চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে নজর দেয়ার জন্য আবেদন করা হয়েছে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রত্রিকায় অনুলিপি দেয়া হয়েছে।