গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা যুবলীগের কমিটি নিয়ে নানা আলোচনা সমালোচনা ও বিতর্কের মাঝে যুবলীগের ব্যানারে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের নিজ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতিসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম ও আল ফারুক, পৌর যুবলীগ সভাপতি বাবু, সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুজ্জামান সিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম, রাইপুর ইউপি যুবলীগ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা দফতর সম্পাদক আব্দুল আলিম ও আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবুসহ নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে আজ বুধবার গাংনী শহরে আলোচনাসভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তৃতায় মোশারফ হোসেন বলেন, আমরা স্বপদে বহাল রয়েছি। দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করে আমি দায়িত্ব হস্তান্তর করবো। আহ্বায়ক কমিটির বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।