মেহেরপুর অফিস: মেহেরপুরে ৯ রাতব্যাপী যাত্রা উৎসব-২০১৮ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলার যাত্রাশিল্পী প্রতিনিধিদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মফিজুর রহমানের সভাপতিত্বে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অরণি থিয়েটারের সভাপতি ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য নিশান সাবের, বিশিষ্ট যাত্রাশিল্পী ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য মশিউজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সাইদুর রহমান, যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য ও বিশিষ্ট যাত্রাশিল্পী আব্দুল ওয়াদুদ, মহিদুল ইসলাম মহিদ প্রমুখ।