বাংলাদেশ যুব গেইমসের কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার জয়লাভ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব গেইমস খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা দল ৩৩-২৭ পয়েন্টে কুষ্টিয়া জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল সোমবার খুলনা স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১০টায় সেমিফাইনালে চুয়াডাঙ্গা মুখোমুখি হবে স্বাগতিক খুলনার। চুয়াডাঙ্গা কাবাডি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শহিদুল কদর জোয়ার্দ্দার ও ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বদর খান।
গতকাল বিভাগীয় কাবাডির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দারা।