জীবননগর ব্যুরো: ৭ মামলার পলাতক আসামি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আলোচিত মাদকব্যবসায়ী আতিয়ার রহমান আতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে।
থানা সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মালিতার ছেলে আতিয়ার রহমান আতি একজন আলোচিত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মামলার রয়েছে। এসব মামলার সে পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরে গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতি পলানোর চেষ্টা করে। পুলিশ এসময় তাকে গ্রেফতার করতে ধাওয়া করলে পালাতে গিয়ে রাস্তার পড়ে সে আহত হয়। আহত আতিকে গ্রেফতারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।