স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিকলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সহসাংগঠনিক আলী কদরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। আলী কদর গতপরশু রোববার বিকেলে হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধে হয়ে মারা যান। তিনি বুজরুকগড়গড়ি জোহামুন্সিপাড়ার মৃত উম্বাদ আলীর ছেলে। আলী কদর মৃত্যুকালে স্ত্রী, ৫ সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আলী কদর কার্পেন্টারস শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
আলী কদরের জানাজা ও দাফন কাজে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক ও সাধারণ সম্পাদক রিপন ম-লসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।