ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সম্মানী ভাতা বৃদ্ধি না হওয়াসহ ৮ দফা দাবিতে পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার দুপুরে সদর পৌরসভার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলামসহ এবং মৌলভীবাজার, নরসিংদী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। সম্মেলনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কাউন্সিল অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু। এসময় বক্তারা সম্মানী ভাতা ও ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান। সম্মেলনে পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি পদে ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক পদে কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।