স্টাফ রিপোর্টার: ঝিনাদহ মহেশপুরের অনন্তপুর গ্রামের মিকাইল হোসেনের ৩ বছর বয়সী শিশুপুত্র সোহান ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় পরিবারের সদস্যদের সাথে সোহান তাদের বাড়ির ছাদে ওঠে রোদ পোয়াচ্ছিলো। পরিবারের অসাবধানতায় সোহান বাড়ির ছাদের ওপর দৌঁড়াদৌঁড়ি করতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা দেড়টার দিকে সে মারা যায়।