জীবননগর প্রকল্প বাস্তবায়ন অফিসের সোয়া কোটি টাকার কাজ লটারিতে পেলো সামিত এন্টারপ্রাইজ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক আহ্বানকৃত প্রায় সোয়া কোটি টাকার রাস্তা উন্নয়ন কাজের লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারিতে ১৪২জন ঠিকাদারের মধ্যে বিজয়ী হয়েছে জীবননগরের সামিত এন্টারপ্রাইজ। গত বুধবার ইউএনও অফিসে এ লটারি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
সারাদেশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ব্রিজ ও রাস্তা উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ও মনোহরপুর ইউনিয়নে রাস্তা ও প্যালাসাইটিং কাজ বাস্তবায়নে ৭৫ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। গত ২০ ডিসেম্বর ঠিকাদাররা তাদের দরপত্র দাখিল করেন। জেলার ১৪২জন ঠিকাদার এ দরপত্রে অংশগ্রহণ করেন। সকল ঠিকাদার ৫ ভাগ নিম্নদরে দরপত্র দাখিল করায় গত বুধবার ঠিকাদার নির্বাচিত করতে ইউএনও’র অফিস কক্ষে লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ইউএনও সেলিম রেজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন এবং ঠিকাদারদের উপস্থিতিতে এ লটারিতে জীবননগরের আব্দুস সালাম ঈশা’র সামিত এন্টারপ্রাইজ ঠিকাদার নির্বাচিত হয়। এ দরপত্রের ফলে মনোহরপুর ও কেডিকে ইউনিয়নের অধিকাংশ আধাপাঁকা রাস্তা হেরিং রোডে উন্নীতকরণ হবে বলে আশা করা হচ্ছে।