স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে এ শপথগ্রহণের আয়োজন করা হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিপন ম-ল। শপথগ্রহণ শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্য এবং ৭১’র মুক্তিযুদ্ধে সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার নৌকার মাঝি জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে পুনরায় সংসদ সদস্য হিসেবে বিজয়ী করার জন্য এখন থেকেই শ্রমিক লীগের প্রতিটা ইউনিটের তৃণমূলের মাঠ পর্যায়ে সম্মলিতভাবে কাজ করার আহ্বান জানান।