চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আওয়ামী লীগের গণতন্ত্র দিবস পালন : সমাবেশে বক্তারা
স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করেছে আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, দামুড়হুদা, মেহেরপুর ও গাংনীসহ সারাদেশে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, ৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকতো না। সংবিধান ঠিক রাখতে ৪ জানুয়ারী নির্বাচন বাধ্যতামূলক ছিলো। অথচ বিএনপি সবসময় নির্বাচনের বিরোধীতা করে এসেছে। নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। বিএনপি দেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সে গতি সচল রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আ.লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। ভুলে যেতে হবে সকল দ্বিধা-দ্বন্দ্ব। কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।
চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের আয়োজনে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা ও বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুর রহমান রাকুর নেতৃত্বে ৯ ওয়ার্ডের নেতাকর্মীরা আনন্দ মিছিল সহকারে র্যালিতে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ ও জেলা আ.লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ হোসেন, রাকিবুর রহমান রাকু, জেলা কৃষকলীগের অন্যতম সদস্য তুহিন ইসলাম রানা, আতিকুর রহমান রাব্বি ও দেলোয়ার হোসেন দয়াল। এ সময় উপস্থিত ছিলেন থানা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফি, শেখ সামি তাপু, জাকির হোসেন জ্যাকি, তাওরাত, প্লাবন, আফ্রিদি, সবুজ, পিন্টু প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার হাউলী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বর্তমান সরকারের ৪ বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় দিকে হাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে হাউলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নূর ইসলাম মেম্বার, যুগ্মসম্পাদক শাহজামাল হোসেন মেম্বার, ইউপি সদস্য রিকাত আলী, আ.লীগ নেতা আকবার বিশ্বাস, গাজী দাউদ আলী, সেলিম উদ্দীন, সিরাজ থাকছার, বাবলু মিয়া, কামাল হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সহসভাপতি জিল্লুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর গড়ানোর সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢোল পিটিয়ে ও নেচে গেয়ে ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জমা হতে থাকে। এক পর্যায়ে তা কানায় কানায় পূর্ণ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সদস্য ইদ্রিস আলী মাস্টার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী শামীম আরা হিরা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পতœী সৈয়দা মোনালিসা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শ্বাশত চক্রবর্তী নিপ্পন ও আওয়ামী লীগ নেতা অ্যাড. কাজী শহীদুল্লা। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন নেছা লতা, পৌর সভানেত্রী রুনু খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ৫ জানুয়ারীকে গণতন্ত্র বিজয় দিবস হিসেবে পালন করেছে মেহেরপুর শহর আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হোটেল বাজার থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। নেতৃত্ব দেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা মাবুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, সাবেক প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, ইউপি সদস্য আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, নানা কর্মসুচির মধ্য দিয়ে মেহেরপুর গাংনীতে গণতন্ত্র উত্তরণ দিবস পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে গাংনী শহরে বিশাল শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আ.লীগ কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আ.লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, রায়পুর ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল বাশার, যুবলীগ নেতা মুক্তারুল ইসলাম, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্তাসির জামান মৃদুল ও গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, ইউনিয়ন, উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, একই সময়ে গণতন্ত্র উত্তরণ দিবস পালনে শোভাযাত্রা করে যুবলীগ। বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগ আহবায়ক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের নেতৃত্বে নিজ বাস ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হয়। আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, আবুল কালাম আজাদ ও নবির উদ্দীন। পৌর যুবলীগ আহবায়ক রাকিবুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক মিঠু, যুবলীগ নেতা হাসান রেজা সেন্টু ও শহিদুল ইসলাম প্রমুখ। শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন। বক্তৃতা করেন জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান ও উপজেলা যুবলীগ আহবায়ক আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু।
অপরদিকে সন্ধ্যায় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় গণতন্ত্র উত্তরণ দিবস। মকবুল হোসেনের গাংনীস্থ বাস ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতি সভাপতি একেএম শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মকবুল হোসেন এমপি। বক্তব্য রাখেন জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, শহীদ স্মৃতি পাঠাদারসহ সভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান সিপু, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীব ও যুবলীগ নেতা জিয়াউল হক জিয়াসহ নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে কেক কেটে একে অপরের মুখে তুলে দেন নেতৃবৃন্দ।