গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম (৬৫) আর নেই। গতপরশু বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া থেকে ঢাকার নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ভাই, স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সহড়াবাড়ীয়া গ্রামের মৃত দছিম উদ্দীনের ছেলে। ষোলটাকা ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সদস্য (ইউপি মেম্বার) ছিলেন আজিজুল হক। হৃদরোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে থেকেই তিনি কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতপরশু বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহড়াবাড়ীয়া ঈদগাহ ময়দানে দুপুর আড়াইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় মুসল্লিদের ঢল নামে। তাকে শেষ বিদায় দিতে উপস্থিত হয়েছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও পৌর যুবলীগ সাবেক সম্পাদক রাহিবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে আজিজুল হকের ছিলো না কোনো অহঙ্কার। সর্বদা সাদাসিধে মেলামেশা করতেন। তার গ্রামে একটি কথা প্রচলিত আছে, ‘অন্যের রাস্তা পাকা করে দিয়ে কাঁচা রাস্তায় হাটেন আজিজুল’। তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য হলেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিলো না। সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছিলেন প্রয়াত আজিজুল হক। তার শূন্যতা কোনোদিনই পূরণ হওয়ার না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।