সরোজগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত দোয়ায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু সালেহের সভাপতি। প্রধান অতিথি ছিলেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, প্রভাষক খাইরুল ইসলাম, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, মোমতাজুল ইসলাম, ছাকিনা খাতুন, সাইদুন্নাহার, হাবিবা খাতুন, আক্তারুন নেছা, ফারহানা খাতুন, জাহানারা খাতুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জলিবিলা জামে মসজিদের খতিব হাফেজ মাও. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।